মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (১১ মে) সন্ধ্যায় ‘জাটকা সংরক্ষণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং মিরপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকারের চেষ্টারত কিছু অসাধু জেলেকে দেখা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, নদী ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, “পদ্মা নদীসহ দেশের সকল নদীতে জাটকা ও ইলিশ সংরক্ষণে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এসব অভিযান আমাদের জলজ সম্পদ রক্ষায় সহায়ক হবে।”
এ সময় উপস্থিত স্থানীয় জনগণ ভ্রাম্যমাণ আদালতের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com