ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রবিবার (১১ মে) বিকাল ৪ টায় থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা, জাতীয় নাগরিক পার্টির ঘোড়াঘাট শাখার সভাপতি আব্দুল মান্নান সহ অনেকেই।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
প্রধান অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন, ঘোড়াঘাট থানা কে দালালমুক্ত ও তদবির বানিজ্য মুক্ত ঘোষণা করা হলো দেশ পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন,আমরা আপনাদের পাশে থাকবো। ঘোড়াঘাট উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com