
প্রতিবেদনেঃ- মোঃ নাহিম
স্টাফ রিপোর্টার
(দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ )
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে মোঃ হযরত আলী (বয়স ১২) নামের এক শিশু আজ সকাল থেকে নিখোঁজ রয়েছে।
পরিবারের সূত্রে জানা গেছে, আজ শনিবার (১০ মে) আনুমানিক সকাল ৮টার দিকে হযরত আলী মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। তবে এরপর আর সে বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হযরত আলীর বাড়ি ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, নতুন বাজার এলাকায়। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবী,টুপি।
পরিবারটি মনপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়ায় রয়েছে এবং যে কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছে।
যোগাযোগ: 01641677957
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539