মো:সাবিত হোসাইন স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবার বিরুদ্ধে গত ৩০ এপ্রিল স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন চেয়ারম্যান। বুধবার সকালে বাগুলাট ইউনিয়ন পরিষদে অনু্ষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়ের জায়গায় পুকুর জোরপূর্বক দখলে নিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যার কোন সত্যতা নেই। তিনি বলেন, পুকুরটি গত ০৬/৬/২০২৪ তারিখে বিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিজ ও পরিচালনা পরিষদের সদস্য বৃন্দদের সম্মতিক্রমে ৫০ হাজার টাকায় আমার ছেলের কাছে লিজ প্রদান করা হয়। যার মেয়াদ আগামী ৩০ সাল পর্যন্ত। যাহার সমস্ত বৈধ কাগজপত্রাদি। এছাড়াও আমার বিরুদ্ধে সরকারি ১৯ বিঘা সম্পত্তি দখল নেয়ার অভিযোগ তুলেছে। যার কোন সত্যতা নেই। কারণ উক্ত জমিটি আমি সহ আমার এলাকার আরো ১৫ জন মিলে সরকারের কাছ থেকে লিজ প্রদান করা হয়েছে। আমি কোন সরকারি সম্পত্তি জবর দখল করি নাই। তার সমস্ত কোটের বৈধ কাগজ পাতি আমার কাছে রয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন।
তিনি আরো বলেছেন, বিগত সরকারের আমলে আমি চেয়ারম্যান হয়েছি এবং বাগুলাট ইউনিয়নের ৩০ বছর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দায়িত্ব পালন করছি। সে কারণেই রাজনৈতিক কিছু শত্রুতা বা পক্ষ-বিপক্ষ থাকতে পারে যার কারণে এগুলো হচ্ছে।
এ বিষয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ শওকত আলী জানান, আমাদের চেয়ারম্যান খুব বিনয়ী মানুষ। তিনি কোন অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেন নাই। আমরা ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম তাকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি।
৯ নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুল ইসলাম বলেন আমাদের চেয়ারম্যান সকল ধরনের সরকারি প্রদান করা জিনিসপত্র ও সহযোগিতা সবার মধ্যে সমান ভাবে বিলিয়ে দেন। তাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com