মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ/দিনাজপুর প্রতিনিধি
বোচাগঞ্জের হৃদয় চন্দ্র, যিনি করোনা সংকটে থেমে গিয়েছিলেন, আজ নতুন করে হাঁটছেন স্বপ্নের পথে। ট্রাক্টরের স্টিয়ারিং ছেড়ে এবার হাতে নিয়েছেন বই-খাতা
সেতাবগঞ্জ সরকারি কলেজে পদার্থবিজ্ঞানে ভর্তি হয়ে শুরু করেছেন পড়াশোনা.. নিজের প্রচেষ্টায় ইংরেজিতে দক্ষ হয়ে উঠেছেন, আর এবার সেই জ্ঞান ছড়িয়ে দিতে তৈরি হচ্ছে “ইংলিশ স্পোকেন সেন্টার”—যার দায়িত্বে থাকবেন হৃদয় নিজেই।
এই ফিরে আসা শুধু তাঁর নয়—এ এক অনুপ্রেরণার গল্প, আমাদের সবার জন্য।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com