মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
ভোলার তজুমদ্দিন উপজেলায় শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন।
শুক্রবার (১০ মে) বিকালে তজুমদ্দিন প্রেসক্লাব হলরুমে মধ্য আড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ মিজানুর রহমান সংবাদ সম্মেলন করে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ ইউসুফ কামালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ ও প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে প্রভাষক মিজানুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অফিস সহকারী মোঃ ইউসুফ কামাল আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন মর্মে দীপ্ত বার্তা নামক একটি পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদটি অসত্য ও বানোয়াট। মূলত আমরা ৬ জন শিক্ষক মিলে মাদ্রাসায় একটি বিষয়ে আলাপ আলোচনা শেষে বের হয়ে আমার মটরবাইকটি যথাস্থানে না পেয়ে থানা অফিসার ইনচার্জ কে মুঠো ফোনে অবহিত করেছি। পরোক্ষণেই বাইকটি খেলার মাঠের এককোণে পেয়েছি। সেটিকে তিল থেকে তাল বানিয়ে কে বা কাহারা অপপ্রচার করেছেন। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com