আশুলিয়া স্টাফ রিপোটার
মোঃ বাবুল হোসেন
ঢাকার জেলার আশুলিয়ার ভাদাইল রূপায়নে একটি বাড়ির বাউন্ডারির ভেতর থেকে ৫টি হাতবোমা, ২টি রামদা এবং একটি লেদ মেশিনে তৈরি দেশীয় পিস্তল উদ্ধার করেছেন আশুলিয়া থানার পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে ২০২৫ইং) দুপুরে আনুমানিক ২.টার দিকে এলাকার স্থানীয় লোকজন বাজারের ব্যাগের ভেতর কালো স্কুল ব্যাগে অস্ত্র দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশ কে খবর দিলে, আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন ঘটনাকে কেন্দ্র করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন আশুলিয়া থানা পুলিশ। সেখানে বাউন্ডারির ভিতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় লোহার একটি লেদ মেশিনে তৈরি করা একটি দেশীয় পিস্তল, দুটি রামদা ও ৫টি হাতবোমা। এলাকার স্থানীয় বাসিন্দার বেলাল ও তার শ্বশুর খোকন জানান,
প্রথমে তারা বাজারের ব্যাগের ভিতর কালো স্কুল ব্যাগে দা ও লাল কিছু সদৃশ দেখতে পান।
পরে লাঠি দিয়ে সরিয়ে বুঝতে পারেন যে, সেগুলো হাতবোমা ও অস্ত্র। এরপর স্থানীয় পথচারীদের বিষয়টি জানালে, তাদের একজন আশুলিয়া থানা পুলিশে কে খবর দেন। আশুলিয়া থানার পুলিশ এসে সতর্কতার সাথে অস্ত্র ও বোমাগুলো উদ্ধার করেন।
এ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, কে বা কারা এগুলো রেখে গেছে তা তদন্ত করে দেখা হবে।
এর কয়েকদিন আগে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাব বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন আশুলিয়া থানার পুলিশ।
এছাড়াও, এর আগে আশুলিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৫ জনের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে আশুলিয়া থানার পুল�
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com