মোঃ সিফাত হোসেন
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া প্রতিনিধি।
জগতি হাটপাড়ায় ৫০ পিস টাপেন্টাডলসহ আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
কুষ্টিয়া সদর উপজেলার জগতি হাটপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মোঃ ইমরোজ হক সম্রাট (২৭) নামের এক যুবককে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিদর্শক (খ সার্কেল) জনাব ইকবাল হোসেন।
গ্রেফতারকৃত ইমরোজ হক সম্রাটের পিতার নাম মোঃ ইস্তাজুল হক। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে টাপেন্টাডল জাতীয় উচ্চমাত্রার ব্যথানাশক মাদক উদ্ধার হয়, যা বর্তমানে তরুণদের মধ্যে নেশার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।
অভিযান শেষে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ‘‘টাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত মাদকদ্রব্য। এটি নেশা সৃষ্টিকারী ও শারীরিকভাবে ক্ষতিকর। কুষ্টিয়ায় মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’
ঘটনার পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৬, তারিখ ০৬/০৫/২০২৫।
এদিকে, স্থানীয় এলাকাবাসী মাদকের বিরুদ্ধে এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘অভিযান আরও জোরদার করা হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।’’
উল্লেখ্য, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com