মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারের ব্যবসায়ীরা আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। পাশাপাশি সকাল ১০টার দিকে বাজার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন দোকান মালিকরা।
অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নুর ইসলামকে জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় বোয়ালখালী নতুন বাজার দোকান মালিক সমিতি। কর্মসূচিতে অংশ নিয়ে বাজারের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন, ব্যবসায়ী সাধন ঘোষ ও মো. মোনাফ সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা বলেন, “নুর ইসলামকে জামিনে মুক্তি দেওয়ার মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাজারে তার উপস্থিতি অনিরাপত্তার সৃষ্টি করছে। তাই তাকে দ্রুত পুনরায় গ্রেপ্তার করতে হবে এবং তাকে নতুন বাজার ব্যবসায়ী সমাজ থেকে বয়কট করা হলো।”
উল্লেখ্য, গত ২৫ মার্চ মধ্যরাতে বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার পরদিন বাজারের একটি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দোকান মালিক সাধন ঘোষ বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তে পুলিশের হাতে গ্রেপ্তার হন স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম (৩৭)। পরে গত ৩ এপ্রিল দীঘিনালা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি, যা নিয়ে বাজার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
ব্যবসা বন্ধ থাকায় আজ বিভিন্ন পেশাজীবী মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েন। কেউ কেউ খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হন।
এ ঘটনায় এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে তাদের।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com