প্রতিবেদনে মোঃ নাহিম
স্টাফ রিপোর্টার
রবিবার বিকাল ৫ টার দিকে ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে সিএনসিকে সাইড দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভোলা বাস মালিক সমতির শাপলা গাড়ির ড্রাাইভার মোঃ জাকির আহত হন। এ সংঘর্ষের খরব ছড়িয়ে পড়লে সিএনজি ড্রাইভাররা বিভিন্নস্থানে বাস মালিক সমিতির ৫-৬ জন শ্রমিককে মারধর করে। আহত সবাই ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে যানান বাস মালিক সমিতির শ্রমিক জসিম।
এদিকে বাস শ্রমিক ও সিএনজি ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যার পর থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে কোন বাস ছাড়তে দেওয়া হয়নি। বিক্ষুব্ধ বাস মালিক শ্রমিকরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। বর্তমানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বিলাস বাসের সুপারভাইজার বলেন, এই ঘটনার বিচার না হওয়া পর্যনন্ত ভোলা চরফ্যাশনের সকল বাস চলাচল বন্ধ থাকবে এবং অবৈধ সকল যানবাহন ও অবৈধ সিএনজি এই রুটে চলাচল বন্ধ করে দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com