হাফিজুর রহমান (যশোর):প্রতনিধি
যশোরের কেশবপুরে বৈদ্যুতিক তার ও মোটর চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন পাত্রপাড়া গ্রামবাসী।
আহত বিল্লাল হোসেন (৩৮) পুলিশের হেফাজতে উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে উপজেলার পাত্রপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ বিল্লাল হোসেন একাধিক বৈদ্যুতিক তার, মোটর, মিটার ও ট্রান্সফরমা চুরি মামলার আসামী। গত শুক্রবার রাতে একই গ্রামের আহাদ আলী মোড়লের ২৫০ মিটার তার ও মোহাম্মদ আলী মোড়লের ৩১০ মিটার তার ও বৈদ্যুতিক মোটর বিলের মধ্যে থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময়ে গ্রামবাসীরা তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করে।
কেশবপুর থানা পুলিশ আহত যুবককে উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। তার বিরুদ্ধে উপজেলার বারইহাটি গ্রামের অসিম নন্দীর বৈদ্যুতিক পাম্প ও চ্যাছিস এবং শিকারপুর টু সুড়িঘাটা নির্মাণাধীন সড়ক হতে ঠিকাদারের ৫ হাজার ইট চুরির ঘটনায় থানায় মামলা রয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন আহত চোর বিল্লাল হোসেন এখন পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। একটু সুস্থ করে তাকে যশোর জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com