মোঃ মিজান খান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
র্যাব-৯ এর মৌলভীবাজার ক্যাম্পের ২৫ সদস্যের একটি চৌকস দল আজ এক ভয়ঙ্কর ও কুখ্যাত ডাকাত বজলুকে (৪০) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এসময় বজলু কোদাল দিয়ে র্যাব সদস্যদের ওপর আক্রমণ চালিয়ে একজনকে আহত করে। তবে, অন্যান্য সদস্যদের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়।
বজলুর প্রকৃত নাম বজলুর রহমান। সে মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের বিন্নীগ্রামের মৃত জিলাদার মিয়ার ছেলে। তার বাবা জিলাদার মিয়াও একসময় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত ছিলেন। বজলু তার পথ অনুসরণ করে গত চার দশক ধরে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
সন্ত্রাসের ইতিহাস:
নবীগঞ্জ ও মৌলভীবাজার এলাকাজুড়ে বজলুর নাম এক আতঙ্কের নাম। বিভিন্ন বড় ডাকাতি, চাঁদাবাজি ও খুনের ঘটনার সাথে তার গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে। হাইওয়ে ডাকাতি থেকে শুরু করে খুন পর্যন্ত — তার নেতৃত্বেই সংগঠিত হয়েছে।
২০১৭ সালের ১১ জানুয়ারি আতর মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে সে। এছাড়াও বহু মানুষকে হত্যাচেষ্টা করে আহত করেছে। গত মার্চ মাসে সূর্যপাশা গ্রামের জয়নাল মিয়া ও তার ১২ বছরের ছেলেকে ধানের জমিতে কুপিয়ে হামলা চালায়। জয়নাল মিয়া পরে হাসপাতালে মারা যান এবং তার ছেলে এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে।
মাদক ও অস্ত্রের সাম্রাজ্য:
বজলু ইয়াবা ও ফেনসিডিল ব্যবসার প্রধান হোতা। তার অনুমতি ছাড়া কেউ এই ব্যবসা করতে সাহস করে না। তার কাছে নিয়মিত ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে যা ডাকাতি, চাঁদাবাজি ও খুনে ব্যবহৃত হয়।
পরিবারতন্ত্রে অপরাধ:
তার পরিবারের প্রায় সবাই কোনো না কোনোভাবে অপরাধের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে প্রায় ৫০টি মামলা রয়েছে, কিন্তু কেউ সাহস করে থানায় অভিযোগ করতে পারে না।
জনগণের দাবি:
স্থানীয় জনগণ বজলুর সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। পাশাপাশি তার সমস্ত অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তার করে এলাকা থেকে সন্ত্রাস নির্মূল করার আহ্বান জানায়।
উপসংহার:
বজলুর গ্রেপ্তারে এলাকায় স্বস্তির হাওয়া বইছে। তবে তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুরো চক্রকে নির্মূল না করলে শান্তি ফিরে আসবে না—এমনটাই বলছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com