
মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় প্রথম বারের মতো ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ।
বইমেলা উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ভিড় করে। প্রথমবারের মত এই ভ্রাম্যমাণ বই মেলায় এসে তারা অনেক খুশি।
সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে আগামী ২রা মে পর্যন্ত। মেলা থেকে বই কেনার পাশাপাশি পাঠেরও সুযোগ রয়েছে। মেলা থেকে ৩০ শতাংশ কমিশনে বই কেনার সুযোগ রয়েছে বলে জানান আয়োজকেরা।
সারাদেশে প্রত্যেক জেলা এবং উপজেলায় ভ্রাম্যমাণ বই মেলা আয়োজন করা হচ্ছে এরি আলোকে আজ থেকে দীঘিনালায় এই ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করা হয়েছে। আগামী চার দিন এই মেলা চলবে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন, ‘এই ধরনের উদ্যোগে শিক্ষার্থীরা বই পাঠে আগ্রহী হবে। সকাল থেকে উপজেলার আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে বই পড়ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হলে নতুন প্রজন্ম বইমুখী হবে ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539