মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কিছুদিন আগে মহিলাটি জানতে পারেন স্বামীর উভয় কিডনীই বিকল। দ্রুত কিডনী প্রতিস্থাপন না করলে বাঁচানো সম্ভব হবে না স্বামীকে। কিডনী ক্রয়ের মতো আর্থিক অবস্থাও নেই তাদের।
ভাগ্য তাদের দাঁড় করায় কঠিন বাস্তবতার মুখোমুখি। ডাক্তার জানালো স্বামী-স্ত্রীর সবকিছু মিলে গেছে। চাইলে স্ত্রী একটি কিডনী দান করতে পারবেন স্বামী রাশিদুলকে। এভাবেই হয়তো আল্লাহ সহায় থাকলে বেঁচে যেতে পারে রাশিদুলের প্রাণ।
তিনি (স্ত্রী) পিছপা হননি, হাসিমুখে নিজের একটি কিডনী স্বামীকে দান করে দিলেন। তাদের কিডনী প্রতিস্থাপনের অপারেশনটিও সফলভাবে সম্পন্ন হয়।
অপারেশন শেষে স্ত্রীর হাসিমাখা মুখটাই বলে দিচ্ছে কতোটা সন্তুষ্ট তিনি তার স্বামীর প্রতি, তার অনুভূতিটা কেমন।
বর্তমান সময়ে তুচ্ছ ঘটনায় যেখানে দাম্পত্য সম্পর্কের ইতি টানতে অনেকেই দ্বিধাবোধ করে না, সেখানে রাশিদুল দম্পতি অবশ্যই অনুকরণীয় হয়ে থাকবে। শুভ কামনা রইলো তাঁদের জন্য!
সংগৃহীত
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com