মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া মিরপুর তালতলা নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়।
স্থানীয় সূত্রে জানাযাই ২৩ এপ্রিল ২০২৫ বুধবার দুপুরে কুষ্টিয়া- হতে মেহেরপুর গামী এন আর এন্টারপ্রাইজ যার নং ঢাকা মেট্রো -ট-১৪-৫৪২৪ ট্রাকের ভাইভার মহিবুল তার গন্তব্যে যাওয়ার রাস্তায় সঠিক ভাবে যাচ্ছিল, এমন্ত অবস্থায় অটোকে সাইড দিতে গেলে মেহেরপুর হতে কুষ্টিয়া গামী ট্রাক যার নং মাগুড়া-ট- ১১-০১১৮ অপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়,ফলে সামনের চাকা বেড়িয়ে গেলে ভাইভার গুরুত্ব আহত হয়।
স্থাণীয়রা আহত ট্রাক চালক রাব্বিকে মিরপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া হাসপাতালে প্রেরণ করেন।
আহত ট্রাক চালকের বাড়ী মাগুড়া জেলার মোহাম্মদপুর উপজেলার ভাঙ্গামারা এলাকার মোশারফ হোসেন শেখের পুত্র রাব্বি।
সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সাভিস ও মিরপুর থানার পুলিশ ঘটনাস্থালে যায়। অপর দিকে এন আর এন্টারপ্রাইজ যার নং ঢাকা মেটো-ট-১৪-৫৪২৪ ট্রাকের ভাইভার মহিবুলের বাড়ি মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড বামুনপাড়ার আলাহিম ওরফে আলিম শেখের পুত্র মহিবুল হাল্কা আহত হয়,ট্রাক দুটি পুলিশের হেফাজতে রয়েছে কুষ্টিয়া মিরপুর থানায়।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com