
মোঃ নাছির উদ্দীন,,
শনিবার ১২ এপ্রিল রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দিঘীনালা থানাধীন কবাখালি ইউপির, শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া পবলাখালি শান্তিপুর এলাকায় কলিচিত্তি চাকমার বাড়ীর পূর্ব পাকা রাস্তা সংলগ্ন বাঁশ ঝাড় হইতে পরিত্যক্ত অবস্থায় *০১ টি দেশিয় এলজি অস্ত্র ও ০১টি কার্তুজ (তাজা) ০৪ টি ব্যবহারিত খোসা* উদ্ধার করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া
জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় এলজি অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539