সম্পাদক বাহাদুর চৌধুরী
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য
বিষয়: সাংবাদিকতার নামে প্রতারণা, দৈনিক যায়যায়দিন পত্রিকার পরিচয় ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধের অভিযোগ
সুধী সাংবাদিক বন্ধুগণ,
আপনাদের জানাতে চাই, আমরা আজ এক চরম দুঃখ ও ক্ষোভের সঙ্গে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। দেশের একটি জাতীয় দৈনিক—"দৈনিক যায়যায়দিন"—এর নাম, লোগো ও পরিচয়পত্র ব্যবহার করে সজীব নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থী ও যুবসমাজের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে। তার কর্মকাণ্ড একেবারেই সুসংগঠিত এবং পেশাদার অপরাধ চক্রের মতো।
সজীব নিজেকে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি বলে পরিচয় দিয়ে অসংখ্য তরুণ-তরুণীর কাছ থেকে সাংবাদিক বানানোর প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ কেউ ২০ হাজার, কেউ ৫০ হাজার, এমনকি কেউ লক্ষাধিক টাকা পর্যন্ত দিয়েছে—ভবিষ্যতের আশায়। কিন্তু তারা পেয়েছে শুধু মিথ্যা, প্রতারণা এবং শেষমেশ হুমকি।
এই প্রতারণা একা সজীব করছে না, বরং সন্দেহ হচ্ছে, তার পেছনে রয়েছে একটি প্রভাবশালী গোষ্ঠী বা সিন্ডিকেট, যারা পত্রিকার নাম ব্যবহার করে এ ধরনের অপরাধে প্রশ্রয় দিচ্ছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—সজীব একজন ভয়ঙ্কর অপরাধী। সে শুধু অর্থ আত্মসাৎ করছে না, সে সাংবাদিকতার মতো সম্মানজনক পেশাকে ব্যবহার করে দেশের তরুণদের জীবন ধ্বংস করছে। এমন একজন প্রতারকের কারণে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে, প্রকৃত সাংবাদিকরা সম্মানহানির শিকার হচ্ছেন।
আমাদের দাবিগুলো হলো:
1. সজীবকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তার বিরুদ্ধে প্রতারণা ও প্রতিস্থানের মামলার ব্যবস্থা নিতে হবে।
2. তার পেছনে থাকা যেকোনো ধরনের মদতদাতাকে চিহ্নিত করে উপযুক্ত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।
3. দৈনিক যায়যায়দিন পত্রিকা কর্তৃপক্ষকে এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে—তারা এই প্রতারণা সম্পর্কে কী জানে, এবং সজীবের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কি না তা প্রকাশ করতে হবে।
4. সাংবাদিকতা পেশায় ঢুকতে হলে যেন ভবিষ্যতে ন্যূনতম যাচাই-বাছাই, সনদ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়—এই বিষয়ে সরকার ও গণমাধ্যম সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা পেশা পবিত্র, এবং এই পেশাকে কলঙ্কিত করার অধিকার কারোর নেই—সজীবের মতো প্রতারকদের তো নয়ই। এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে সমাজকে এদের হাত থেকে রক্ষা করতে।
ধন্যবাদ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539