এল এল বি মোহাম্মাদ আলী।
ঝালকাঠিতে ধর্ষণের অভিযোগের সত্যতা না পাওয়ায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী শ্যামল চন্দ্র রায় জানান, কারাগারে যাওয়া নারীর নাম সুমাইয়া আক্তার রিমি। তিনি নলছিটি উপজেলা বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন রিমি। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539