মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
তজুমদ্দিন উপজেলার শিবপুর গ্রামে চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের করেছে ধর্ষিতার পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে।
অপরদিকে ধর্ষক ফরিদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে বলে সরেজমিনে দেখা যায়। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাব্বত খান।
স্থানীয় সুত্রে জানা যায়,ধর্ষক ও ধর্ষিতার পরিবারিক কলহ দীর্ঘদিনের। এই কলহের জেরে এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
গতকাল রাতে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানিয়েছিলেন, ধর্ষনের প্রাথমিক আলামত তারা পাননি। তাই ধর্ষিতাকে ভোলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539