
মো.নাছির উদ্দিন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় ৩২ পিস ইয়াবাসহ মোঃ মোরাদ হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ১২টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী ইসলাম শিবির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতাকৃত মোঃ মোরাদ হোসেন উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জামতলী ইসলাম শিবির এলাকার বাসিন্দা শাহাজাহান বস্তি‘র ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা কালে ৩২পিস ইয়াবাসহ মোঃ মোরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539