দীর্ঘ ১৫ বছর পরে ২ নং সোনাপুর ইউনিয়নের কৃতি সন্তান গরিবের বন্ধু ডাক্তার এ কে এম ফিরোজ সিকদার মেঘনা নদী পাড়ি দিয়ে চর জহিরউদ্দিন নতুন বাজারে সকল মুসলিম ভাইদের সাথে ঈদের নামাজ আদায় করছেন। এবং পবিএ মাহে রমজান উপলক্ষে আগামীকাল রোজ বুদবার ২ নং সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজারে দাতের রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দিবেন।
ডাঃ এ কে এম ফিরোজ শিকদার।
ডাঃ এ কে ফিরোজ শিকদার সোনাপুর ইউনিয়ন বাসির জন্য ফ্রী দাঁতের চিকিৎসা করে যাবেন যতদিন বেঁচে থাকেন।
২ নং সোনাপুর ইউনিয়নের জনগনের উদ্দেশ্যে বলেন একদিন হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে তার আপনজন সোনাপুরবাসী কে ছেড়ে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539