নিজস্ব প্রতিবেদন:
ভোলা: বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, বিএনপির সক্রিয় কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফেজ ইব্রাহিম গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, "আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করতে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হল মানুষের বিবেক।"
তিনি আরও বলেন, সমাজে সত্যকে প্রতিষ্ঠা করতে এবং অন্যায়-অবিচার দূর করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা যদি সাহসিকতার সঙ্গে নিজেদের বিবেককে কাজে লাগিয়ে সত্য তুলে ধরতে পারেন, তবে সমাজের কালো মুখোশধারীদের মুখোশ উন্মোচিত হবে এবং দেশ ও জাতি তাদের চিনতে পারবে।
হাফেজ ইব্রাহিমের এই আহ্বান গণমাধ্যম কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে তিনি সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539