মোঃ বিজয় চৌধুরী
বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তীরন্দাজ দল ১৭ থেকে ২৩ মার্চ ২০২৫ পর্যন্ত রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত 1st International Military Archery Indoor Tournament-এ অংশগ্রহণ করে। মোট ৮টি দেশ - বাংলাদেশ, বাহরাইন, বেলারুশ, ইরান, মঙ্গোলিয়া, রাশিয়া, সৌদি আরব এবং তিউনিসিয়া - এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বাংলাদেশ অসাধারণ নৈপুন্য প্রদর্শন করে ৪টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে ৩য় স্থান অধিকার করেছে। উক্ত টুর্নামেন্টে রাশিয়া সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন ও মঙ্গোলিয়া দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই অসাধারণ অর্জন আন্তর্জাতিক তীরন্দাজ, বিশেষ করে সামরিক ক্রীড়া অঙ্গনে দেশের ক্রমবর্ধমান উন্নয়েনর প্রতিফলন ঘটায়। এটি ছিল বাংলাদেশের জন্য এক গৌরবময় এবং ঐতিহাসিক মুহূর্ত, যা বিশ্বমঞ্চে দেশের সম্মান উজ্জ্বল করেছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539