
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া পৌরসভার সাবেক ২০ নং ওয়ার্ডের কাউন্সিলরএজাজুল হাকিম এজাজ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে। গত ২৪ মার্চ তার নিজ এলাকা হতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এজাজুল হাকিম এজাজের বিরুদ্ধে কাউন্সিলর নির্বাচিত হবার পর থেকে নানান অনিয়ম ও দুনীর্তির অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে এজাজ ছিলেন শহর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার ঘনিষ্ঠ। গুঞ্জন আছে আতাউর রহমান আতার সমস্ত অবৈধ ব্যবসার পার্টনারও এই এজাজ।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন নতুন টাইমসকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে এজাজুল হাকিম এজাজ গ্রেফতার হয়েছে। কুষ্টিয়া মডেল থানার হত্যাচেষ্টা মামলা, যার মামলা নং-১০ (১০/২৪) এর তিনি তদন্ত প্রাপ্ত আসামী।রিপোর্ট লেখা পর্যন্ত আসামী এজাজকে মহামান্য আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539