হাসান আহমেদ হৃদয়
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
লালমোহনে সেমাই কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরির অপরাধে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খান সাহেবের রোড ফায়ার ব্রিগেডের পাশের গলিসহ বিভিন্ন সেমাই কারখানায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ অভিযানে ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নূুর হোসেন অভিযানের নেতৃত্ব দেন।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি এবং প্যাকেটের গায়ে মূল্য লেখা না থাকার কারণে মিনা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ভোলা জেলার সহকারী পরিচালক ফয়জুল হক সাকিব ও বাংলাদেশ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা শাখার সভাপতি মো: সুলাইমান উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539