
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
দীঘিনালার বোয়ালখালী বাজার। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের যৌথ ৩টি ইউনিট।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে অন্তত ১৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারজুড়ে অগ্নিকুণ্ডলী আর আগুনের লেলিহান শিখা আতঙ্ক ছড়িয়েছে চারপাশে। আগুন নেভাতে কাজ করছে দীঘিনালা, খাগড়াছড়ি ও লংগদু ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর দীঘিনালা জোন এবং স্থানীয়রা।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) পঙ্কজ বড়ুয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি থেকেও আরেকটি ইউনিট এসে যুক্ত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রাও সহায়তা করছেন আগুন নিয়ন্ত্রণে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ৭ মার্চ একই বাজারে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। মাত্র ১৮ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ড।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539