মো.নাছির উদ্দিন
দীঘিনালা, খাগড়াছড়ি
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে দীঘিনালায় বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজের শেষে দীঘিনালা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হলুদ চত্বরে এসেছে শেষ হয় ।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চালাচ্ছে, তা মানবতার চরম অপরাধ, অথচ বিশ্বের শক্তিধর দেশ গুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলা বন্ধের দাবি করছি।”
“শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর যে দমন-পীড়ন চলছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে পদক্ষেপ নেওয়া,
বক্তারা ফিলিস্তিনের জনগণের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনের স্বাধীনতা এবং ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত করে দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জামালুল হাসান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539