মো.নাছির উদ্দিন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক শিশুদের নিয়ে ১৯ মার্চ রোজ বুধবার সেনাবাহিনী‘র আয়োজনে মেরুং ইউনিয়নের বি বাড়িয়া পাড়া নুরে মদিনা মাদ্রাসায় ইফতার ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি মহোদয়ের পক্ষে বেতছড়ি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেট অফিসার মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, সামরিক- বেসামরিক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ও সুশীল সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর কতৃক দেড় শতাধিক এতিম, দুস্থ ও অসহায় মাদ্রাসা পড়ুয়া শিশুদের সাথে ইফতার ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দেশের সার্বিক বিষয়ে শান্তি কামনায় দোয়ায় মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মােনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মুফতি শরিফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539