রাজিব হাসান রাজু
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর কিছু ছাত্র আজ রাত ১.৩০ ঘটিকায় ম্যাস থেকে কলেজে দিকে এক মহিলার চিৎকার শুনতে পাই, সাথে সাথে ছাত্র ভাইরা দৌড়ে যায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন চৌরাস্তায়। যাওয়ার সময় তারা একটি রিকশা আসতে দেখে যার মধ্যে একজন পুরুষ যাত্রী খালি গায়ে ছিলো, তাদের সেই চিৎকারের ব্যাপারে জিজ্ঞেস করলে ঐ যাত্রী কিছু না বলে চলে যায়। অতঃপর ছাত্র ভাইরা একটু সামনে গেলে দেখে এক মানসিক ভারসাম্যহীন মহিলা কান্না করছে। তার পোশাক লজ্জাজনক অবস্থায় ছিলো। সে বলছিলো " ওরা আমার মুখ চেপে ধরছে " ঘটনা বুঝতে পেরে তারা নাকি ৯৯৯ এ ফোন করে, কিন্তু ৩০ মিনিট অপেক্ষা করার পরও কোনো পুলিশ আসে না। তারপর তাদের মধ্য থেকে দুজন কে থানায় পাঠায়। কিন্তু পুলিশ বিভিন্ন প্রশ্ন করতে থাকে, একেজন কে পুরো ঘটনা বলার পর আরেকজন আসে তাকে আবার পুরো ঘটনা বলতে হয়, এভাবে প্রায় আধাঘন্টা পর পুলিশ থানা থেকে বের হয়ে মোটামুটি ২.৩০ এর দিকে ঘটনাস্থলে আসে।
প্রথমত দেশের প্রশাসন এর যদি এতো অলসতা থাকে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় ?
দ্বিতীয়ত বোরহানউদ্দিন তথা দেশের মানুষ কতোটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেলে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার সাথে এটা করতে পারে ?
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com