রাজিব হাসান রাজু,,
রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে সায়মন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে তার স্ত্রী তিনদিন আগে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সায়মনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার সন্ধ্যায় পচা গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সায়মনের বাবার অনুমতি নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দেখা যায়, তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
স্থানীয়দের কেউ কেউ এটি আত্মহত্যা বলে ধারণা করছেন, তবে পুলিশ বলছে, "এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।"
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সায়মনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
এদিকে, স্থানীয়দের দাবি, সায়মন সংসার নিয়ে মানসিক চাপে ছিলেন। তবে এটি পরিকল্পিত কোনো ঘটনা কিনা, তা আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।
বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539