ভোলা প্রতিনিধি:
চরফ্যাশন, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরী এলাকায় এক পরিবারের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আয়সা বিবি ও তার স্বামী আবুল বাসারের অভিযোগ, অভিযুক্ত বনি আমিন ও আনিচ বক্স তাদের বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া, তাদের পুকুরের মাছ লুটপাট করা হয়।
স্থানীয়রা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায়। প্রথমে ঘরবাড়ি ভাঙচুর করা হয়, পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আয়সা বিবির পরিবার চরম আতঙ্কে রয়েছে।
এবং প্রভাবশালীরা তাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে নিরাপত্তার জন্য বর্তমানে তার শামী পালিয়ে বেড়াচ্ছে
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও অপরাধীদের প্রভাবের কারণে তারা কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে, তাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা জরুরি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539