
মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে অবৈধ পন্থায় ইটভাটা নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে তিন লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ স্থাপনা।
সোমবার(১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দিনভর এ অভিযান চালানো হয়।
ভোলা জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক এর নেতৃত্বে এই অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন ও অবৈধ স্থাপনা নির্মাণ করার দায়ে ৫০৫ ব্রিকস কে এক লক্ষ টাকা, তুলি ব্রিকস কে এক লক্ষ টাকা এবং শুভ সিটি ব্রিকস কে দেড় লক্ষ টাকা, মোট সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি ইটভাটায় নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। ভবিষ্যতে পরিবেশ আইন মেনে চলার তাগিদ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার এস আই শাহাদাৎ
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539