ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় মানববন্ধনে যোগ দিয়েছেন ভোলার চরফ্যাশনের ব্যবসায়ী সমাজ। ‘জেগে উঠেছে ব্যবসায়ী সমাজ, ভ্যাট বৃদ্ধি মানবো না আজ’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানববন্ধনস্থল।
চরফ্যাশনবাসীর পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন মের্সাস কাকলী স্যানেটারী এন্ড টাইলস-এর প্রোপাইটর ও চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। তিনি বলেন, “অযৌক্তিক ভ্যাট বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। আমাদের দাবি, এই ভ্যাট বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।”
ব্যবসায়ীরা জানান, ভ্যাট বৃদ্ধি হলে পণ্যের দাম বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়বে। তাই ন্যায্য দাবি আদায়ে তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বাজেটে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ী সমাজ আন্দোলনে নেমেছে। চরফ্যাশনবাসীর পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধন তারই অংশ।
Leave a Reply